নিজেকে নাকি অন্যকে, কাকে বোঝানো কঠিন?

    নিজেকে নাকি অন্যকে, কাকে বোঝানো কঠিন?

    Add Comment
    1 Answer(s)

      নিঃসন্দেহে নিজেকে

      কারণ যা সমস্যা তাও আমি জানি আবার যা নিজেকে বোঝাবো , হোক তা মনকে বোকা বানিয়ে কোনোমতে বোঝানো কিংবা সঠিক সমাধান এটাও আমার জানা !

      যখন আমরা কাউকে কোনো কিছু বোঝাই চা সান্ত্বনা দেই , এটা তখনই সে গ্রহণ করে যতক্ষণ না পর্যন্ত সে বুঝে যে আমি তাকে তার বর্তমান অস্থিরতার বিরুদ্ধে কিছু বলতে বা বোঝাতে চাচ্ছি ! কিন্তু আমার মন তো সবই জানে , সমস্যাও আবার সান্ত্বনাও ..

      উপরোক্ত কারণটি একটি সাইকোলজিকাল ব্যাপার .. কারণ মানুষ যখন সমস্যায় থাকে তখন তার কাছে ইতোমধ্যেই একটা ধারণা বিরাজ করে যে ” সান্ত্বনার বাণী অতি কমন বিষয় , এগুলা আসবে যাবে ; কিন্তু তার যা সমস্যা তা যেমন তেমনই রয়ে যাবে ..”

      এক্ষেত্রে কেউ যদি তার অজন্তেই তাকে সমাধানের পথ বা ধারণা বা উপায় অনেকটা ইনজেকশনের মতো পুশ করে দেয় ,,, তখন সান্ত্বনা প্রদান শতভাগ সফল ..

      ( বাস্তব অভিজ্ঞতা )

      Professor Answered 5 hours ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.