নিজেকে রহস্যময় করে তোলা যায় কীভাবে?

    নিজেকে রহস্যময় করে তোলা যায় কীভাবে?

    Add Comment
    1 Answer(s)

      হ্যারি পটারের প্রফেসর Snape এর কথা মনে পড়ে গেলো। একটি আদর্শ রহস্যময় চরিত্র। আপনি কেনো রহস্যময় হতে চান তা আমি জানিনা, তবে আমি দু একটি উপদেশ দিতেই পারি। তাই বলে আবার ভাববেন না যে আমি রহস্যময় ব্যক্তি। একদমই না। রহস্যময় হওয়া খুব একটা সহজ নয়।

      • বেশি কথা বলা যাবে না। নিজের সম্বন্ধে কখনোই বেশি বলতে যাবেননা। যতটা জিজ্ঞেস করছে ততটাই বলুন এবং ইচ্ছে না হলে সেটার ও অস্পষ্ট, অনিশ্চয়তা সূচক জবাব দিন। অনেকে নিজের ব্যাপারে অনর্গল কথা বলতে ভালোবাসে; রহস্যময় হওয়া তাদের কম্ম নয়।
      • নিজের আবেগ খুব একটা প্রকাশ করা যাবে না। আপনাকে অপমান করলেও , ছোট করলেও আপনি মাথা ঠান্ডা রাখবেন, উত্তেজিত না হোয়ে, আবেগের বশবর্তী না হয়ে যথাযথ উত্তর দেবেন। দুঃখ বা রাগ , বা আনন্দ কোনোটাই কেনো খুব বেশি প্রকাশ না পায়। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া বা অবাক হয়ে চোখ কপালে তুলে ফেলা কোনোটাই করতে পারবেন না।
      • নিজে যেচে অপরের সাথে কথা বলতে যাবেন না বা কোনো দলের কথাবার্তার মধ্যে ঢোকার চেষ্টা করবেন না। নিজে থেকে কেউ এলে তবেই তার সাথে কথা বলুন। কারোর প্রতি বেশি উৎসাহ দেখবেন না কিন্তু চোখ কান সব সময় খোলা রাখুন..
      • সব সময় আপনি সবাইকে পাত্তা দেবেন না। আপনি সবার জন্য সবসময় available হলে আপনার গুরুত্ব কমে যাবে। তাই আপনার অসুবিধা থাকলে আপনি কল রিসিভ করবেন না, বা মেসেজ এর রিপ্লাই করবেন না। আপনার দরকার এর সময় আপনি নিজের কাজ ই করবেন।
      • মাঝে মধ্যে কিছু কিছু অপ্রত্যাশিত কাজ করতে পারেন যেটি আর পাঁচজনে করবে না। যেমন কলেজ এ দু একদিন নোকিয়া ৩৩১০ নিয়ে আসা, বা ক্যান্টিনে হঠাৎ একদিন দুপুরে বিরিয়ানি খাওয়া ইত্যাদি।
      • নিজের আত্মবিশ্বাস খুব বেশি হতে হবে। মানুষের আত্মবিশ্বাস তখন ই তৈরি হয় যখন সে নিজের কর্মদক্ষতা বাড়ানোর জন্য পরিশ্রম করেছে, অনেক টা জ্ঞান অর্জন করেছে। তাই নিজেকে সময় দিন, ইউটিউব, reddit, google থেকে নিজের জ্ঞান বাড়িয়ে নিন। অন্তত যেকোনো একটি বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকতেই হবে।
      • এমন পোশাক পরিচ্ছদ পরবেন না যাতে মানুষের দৃষ্টি আপনার দিকে যায়। সাধারণত সবাই যে ধরনের পোশাক পরে তেমনি পরবেন এবং ব্যকগ্রাউন্ড এ মিশে থাকবেন। চটির বদলে বুট জুতো ব্যবহার করবেন। আশা করি এইগুলি আপনার কাজে লাগবে।
      Professor Answered 4 days ago.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.