নিজেকে সকলের সামনে সুন্দর করার উপায় কী?
নিজেকে সকলের সামনে সুন্দর করার উপায় কী?
Add Comment
- সর্বদা নিট এন্ড ক্লিন থাকুন।
- নিয়মিত সুগন্ধি ব্যবহার করতে পারেন।
- সবসময় ডিসিপ্লিন এবং সময়ানুবর্তিতা মেনে চলুন।
- মুখে সবসময় একটা হাসি খুশি ভাব বজায় রাখুন।
- অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন।
- কথাবার্তায় এবং চালচলনে কখনোই দাম্ভিকতা প্রদর্শন করবেন না।
- কখনো কারো কথায় মাইন্ড করবেন না।
- জুনিয়রদের সাথে কখনোই নিজেকে সিনিয়র বলে দাবি করবেন না।অর্থাৎ অযথা যখন-তখন সিনিয়রিটি দেখাবেন না।
- পরিচিত জনদের সাথে দেখা হলে কুশল বিনিময় করুন।
- বয়সে ছোট-বড় সবাইকে সম্মান করুন।
- সুন্দর করে কথা বলতে শিখুন।
- দরকারি কথা বলুন।অযথা অপ্রাসঙ্গিক কথা বলে নিজেকে হাসির পাত্র বানাবেন না।