নিজের জীবন কিভাবে সাজাবো?
জীবনটা তো আপনার , তাহলে আমার কি বলা ঠিক হবে, আপনার জীবনটা আপনি কীভাবে সাজাবেন? হা, হা, হা, ! মাইন্ড করবেন না ভাই । একটু ফান করলাম। তবে কথা এটা সত্যি, আমার পরামর্শ আপনার সহায়ক হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ জীবনটা আপনার, আপনার জীবনের খুটিনাটি সবকিছু যেমন আমার জানা নেই, আবার জানলেও সেগুলোর উপর ভিত্তি করে নিখুঁত পরামর্শ বা অভিজ্ঞতা শেয়ার করাও অসম্ভব। তাই আমার উত্তর থেকে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে হয়তো একটা ধারণা নিতে পারেন জাস্ট।
প্রথমত ও শেষকথা উভয়ই হলো, আপনার জীবনের ডেস্টিনেশন বা চূড়ান্ত গন্তব্য কী বা কোথায় ? সেটা কী আপনি নিজে আপনার কাছে ক্লিয়ার? একদম শতভাগ কি ক্লিয়ার ? যদি ক্লিয়ার না হোন, তাহলে সেটি আগে ক্লিয়ার হয়ে নিন। এখন প্রশ্ন করতে পারেন যে, সেটা ক্লিয়ার হব কীভাবে? সেটা ক্লিয়ার হওয়ার জন্যে আপনি একটা কাজ করতে পারেন। আপনার জীবনের শেষ দিন কল্পনা করুন। ধরুন আপনার লাশ রেডি করে রাখা হয়েছে মানুষের সামনে শেষকৃত্য করার জন্য। মানুষ আপনাকে নিয়ে, আপনার জীবন নিয়ে নানারকম কথাবার্তা বলছে, আপনি এই জায়গায় নিজের সম্পর্কে কেমন মন্তব্য আশা করেন মানুষের কাছ থেকে? এখানে আপনি মানুষের কাছ থেকে যেমন মন্তব্য আশা করেন বা মানুষের সামনে যেভাবে উপস্থিত হওয়ার প্রত্যাশা করেন, সেটাই আপনার ডেস্টিনেশন। এবার ডেস্টিনেশন অনুযায়ী জীবনকে সাজাতে শুরু করেন।