নিজের দুর্বলতাকে কীভাবে সফলতায় রূপান্তরিত করা যায়?
নিজের দুর্বলতাকে কীভাবে সফলতায় রূপান্তরিত করা যায়?
খুব সুন্দর প্রশ্ন, উত্তর দেওয়া একটু কঠিন। দুর্বলতা কে সবলতায় রূপান্তর করা সম্ভব।
মনে করুন আপনি মানুষ নিয়ে, তাদের সমস্যা নিয়ে কাজ করেন। আপনি ভালো করে কথা বলতে পারেন না। তাই আপনি বলার থেকে শোনায় মন দিলেন। শুনে তাদের উপদেশ দেওয়ার থেকে আলোচনা করে একটি সমাধান বের করলেন এবং প্রয়োগ করলেন। দেখা গেল যারা খুব ভালো কথা বলতে পারে তার থেকে আপনি অনেকাংশে সফল হলেন।
আপনার খুব খারাপ গুন আপনি খুব খুঁতখুঁতে। এবার আপনি আপনার কাজে এটা প্রয়োগ করলেন। মানে যতক্ষন না নিখুঁত হচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যান। একসময় নিখুঁত করাটা আপনার অভ্যাসে পরিণত হবে।
মনে করুন আপনি ভীষণ কুঁড়ে। একটা শক্ত কাজ আপনাকে দেওয়া হয়েছে। আপনার চেষ্টা থাকবে কম খেটে কি ভাবে কাজটা করা যায়। আপনি বার করতে যদি পারেন, তাহলে তো আপনি সফল।
আসলে মাছ এর আকাশে ওড়ায় দুর্বলতা আছে, সব পাখি জলে সাঁতার কাটতে পারেনা।প্রত্যেক মানুষের নিজের নিজের ক্ষেত্র আছে, খুঁজে নেওয়াটাই কাজ।