নিজের ফলাফল কিছুতেই মেনে নিতে পারছি না, কী করবো?
নিজের ফলাফল কিছুতেই মেনে নিতে পারছি না, কী করবো?
Add Comment
রেজাল্ট খারাপের এই দুশ্চিন্তা বাদ দিয়ে সামনের সেমিস্টারগুলোতে কীভাবে ভালো করা যায় তার অনুশীলন/পড়াশোনা শুরু করা। আর এমন কিছু ফ্রেন্ড থাকে যারা মুখে বলে যে তাদের পরীক্ষা খুব খারাপ হয়েছে কিন্তু পরীক্ষা শেষে তারাই ভালো ফলাফল করে। এই ধরনের বন্ধুদের পাত্তা দেয়ার দরকার নেই। আপনি নিজে কেমন করছেন সেটা যাচাই করুন। পড়াশোনায় আপনার দুর্বল অংশগুলো খুঁজে বের করে সেগুলোতে ভালো করার চেষ্টা করুন। ভালো ফলাফল পাবেনই।