নিজের ব্যক্তিত্বকে কিভাবে আকর্ষণীয় করে গড়ে তুলবো?
১.বাক ও শ্রবণে পরিপক্ক হোন তথা অপ্রয়োজনীয় বা কানপোড়া বা যা শোনা কটুক্তি তা বলা ও শোনা থেকে বিরত থাকা।
২.নারীকে নিয়ে কৌতুহল থাকলে কোন নারীকে বন্ধু বানান, অথবা বিভিন্ন বই ও মাধ্যম থেকে জেনে নিন। মাথা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যাতে কোন ময়লা না থাকে।
৩.সামাজিকত অনুশাসনে ঠিক মনে না হলে নিজের মত করে একটি জগত বানান কিন্তু কোন সামাজিক বিশৃঙ্খলা ও অসামাজিক কাজ করবেননা।
৪.অর্থহীন পুরুষ নিরর্থক।কবি হোন অথবা যেই, ক্ষুধার্ত পেটে পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি মনে হবে যদি পকেটে পয়সা না থাকে। ছাত্রজীবন থেকে ব্যবসায়ীক অথবা নিজেকে প্রতিষ্ঠিত করা ভাবনায় একটি লক্ষ্য স্হির করুন। অর্থ নিরর্থক অপচয় করবেননা । শুধু অর্থের দিকেও ধাবিত হলে পরিবার,সমাজ ও পৃথিবীতে আপনার ফিটনেস থাকবেনা বা আপনার সাথে দূরত্ব তৈরী হবে।
৫.আপনার প্রতি ঘন্টায় আয় হিসেব করুন এবং তা বৃদ্ধি করার উপায় খুঁজুন। অপচয় করছেন যে সময়টি তাতেও যাতে আয় হয় এমন ব্যবস্থা করুন।
৬.সবার সাথে মার্জিত ব্যবহার করুন।
৭.রুচিশীল হোন।
৮.নিজের মনকে উন্নত করুন।
৯.মানুষকে সহায়তা করুন।
- হঠাৎ নিজের ভেতরে হাসি-খুশি ভাব তৈরি হবে।
- মনে হবে যেন আপনি চিল মুডে আছেন।
- আপনার আকাশে- বাতাসে শুধু গান বাজবে।
- হঠাৎ অতি সক্রিয় এবং উপভোগ্য হয়ে উঠবেন।
- মনের মধ্যে এক ধরনের কবি-কবি ভাব জাগ্রত হবে।
- হঠাৎ আউলা-ঝাউলা,পাগলপ্রায় ও উদাসীন হয়ে যাবেন।
- অন্যের প্রতি অমনোযোগী হয়ে উঠবেন।
- নিজের প্রতি এক ধরনের উদাসীনতা এবং খামখেয়ালীপনা তৈরি হবে।
- বিভিন্ন বিষয়ে নিজের মধ্যে চুলকানি জাগ্রত হবে।
- মাঝে মাঝে মন চাইবে সবকিছু ভেঙে চুরমার করে ফেলি।
- এলোমেলো এবং অস্বাভাবিক আচরণ করবেন।
- আবেগে অনেক কথাই বলবেন;কিন্তু একটা ভালো এবং ফ্রেশ ঘুম দেয়ার পরে সিদ্ধান্ত বদল করতেও ভুল করবেন না।
- কখনো কখনো মনে হবে অস্থির এবং বিপ্লবী আচরণ করছেন।
- মাঝে মাঝে আবেগে অনেক কিছু লিখে দিবেন,বলে ফেলবেন।পরে আবার সেই সব ডিলিট করে ফেলবেন।