নিজের মনকে নিয়ন্ত্রণ করার সেরা উপায় কী?
হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ চরিত্র মিসির আলী একজন প্যারাসাইকোলজিস্ট ছিলেন।মিসির আলী সাহেব মন নিয়ন্ত্রণ করার খুব যুক্তি সংগত উপায় বের করেছিলেন । যখন তিনি রেগে যেতেন তখন ১০০ থেকে উল্টোদিকে গুনতে শুরু করতেন। আমার মনে হয়, এটা খুব কার্যকরী একটা উপায় নিজের মনকে নিয়ন্ত্রণ করার। প্রকৃতপক্ষে, যখন আমরা আমাদের ইচ্ছা, আকাঙ্খার বিরুদ্ধে কাজ করি কিংবা কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি অবচেতনভাবেই আমরা একটা বাধার সম্মুখীন হই। যতই কোনো একটা কাজ থেকে দূরে থাকার চেষ্টা কিংবা কোনো একটা বিষয় ভাবা থেকে বিরত থাকার চেষ্টা করা হলে ততই যেন আমরা সে বিষয়টা বা সে কাজটা নিয়ে চিন্তিত হয়ে পড়ি। বারবার, একই কথা মস্তিষ্কের অবচেতনে ঘুরপাক খেতে থাকে। এমতাবস্থায় সবচেয়ে ভালো সাজেশন হলো, নিজের মনকে ব্যস্ত রাখা। হোক সেটা খেলাধূলা করে অথবা মানসীক ব্যায়াম করে। মিসির আলী সাহেবের উদ্ভবিত উপায় মূলত আপনাকে মানকে ব্যস্ত রাখবে একটি নির্দিষ্ট কাজে মনোযোগী হওয়ার জন্য।আমাদের মস্তিষ্ক কখনো একসাথে দুইটা বিষয় নিয়ে ভাবতে পারে না। তাই যখন, আপনি উল্টোদিক থেকে গুনতে শুরু করবেন, তখন আপনি এটা নিয়েই পড়ে থাকবেন, বাকি-সব ধ্যান জ্ঞান আপনার লোপ পাবে…