নিজের সবচেয়ে খারাপ সময় থেকে কী শিক্ষা গ্রহণ করলেন?
নিজের সবচেয়ে খারাপ সময় থেকে কী শিক্ষা গ্রহণ করলেন?
Add Comment
১) মানুষ মুখে যা বলে কাজে সেটা বাস্তবায়ন করে না বা মনে রাখে না।
২) অধিকাংশ মানুষের বেলাই বন্ধুত্ব – প্রেম – ভালোবাসা এগুলো খুবই দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে।
৩) পকেটে টাকা না থাকলে আপনার অর্জিত জ্ঞানের মূল্য দেবে না কেউ।
৪) আপনার কথা বা মতবাদ কারো বিপক্ষে গেলে সে মুখে যাই বলুক, মনে সে আপনার বিরুদ্ধে চলে যাবে।
৫) সবার কাছে নিজেদের প্রত্যাশাই মূখ্য, আপনার প্রত্যাশা গৌণ।