নিজে নিজে একা চলার উপায় কী? সবজায়গায় একা যাওয়ার উপায় কী?
নিজে নিজে একা চলার উপায় কী? সবজায়গায় একা যাওয়ার উপায় কী?
একা একা চললে মাঝপথে এসে বসে যেতে বাধ্য হবেন। বিষন্নতায় ভূগবেন। বেশিদূর এগুতে পারবেন না। পারবেন না ।এটাই চূড়ান্ত সত্য তথ্য। পথ হারিয়ে অন্য পথে চলে যাবেন নিজে বুঝতেও পারবেন না। চিরসত্য সেই কোরানে এই বিষয়ে একটা ইঙ্গিত আছে।
আমার লক্ষ্য যদি হয় প্রভুকে পাওয়া ।সেই পথের পথিকদের সাথে ধৈর্য দিয়ে যুক্ত থাকাই সেরা উপদেশ
আপনি নিজেকে তাদের সাথে যুক্ত রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের প্রভুকে তাঁর সুনজর/দয়া/ভালবাসা পাওয়ার জন্য ডাকে (সূরা কাহফ ১৮ঃ২৮)
আপনি বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা নিন। প্রতিদিন স্কুলে গেলে অনায়াসেই আটঘন্টা পড়া হয়ে যায়। তাছাড়া মনটাও কত ভাল থাকে । অন্যদিকে বাসায় একা বসে বছরের পর বছর তা কোভাবেই সম্ভব না।
তবে একটা কথা না বললেই নয়। বসে থাকবেন না।
কষ্ট করে একা হলেও শুরু করেন। এরপর সংঘবদ্ধ হউন। আর মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে সাফল্যের ইতিহাসে দেখবেন বেশিরভাগই একা শুরু হয়েছিল আর সাফল্য প্রকাশের পর জানতে পারি তাদেরও দল আছে।
একটা কথা মাথায় রাখবেন , খারাপ বন্ধু থেকে একা ভাল। আর একা থাকার চেয়ে ভাল বন্ধু পারফেক্ট।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ
দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল। পারফেক্ট নীতি হল গোয়ালে গরু থাকবে উপযুক্ত গরু খোজে গোয়ালে না রাখলে গোয়াল বানিয়ে লাভ কি??