নিজ দোকানের কাপড় দিয়ে জাকাত দিলে তা কি কবুল হবে ?
আমার ওপর দুই হাজার টাকা জাকাত আসে। এখন আমার হাতে নগদ টাকা নেই। তবে আমার দোকানে নতুন কিছু কাপড় আছে, যেগুলোর বর্তমান বাজারমূল্য দুই হাজার টাকা হবে। এগুলো দ্বারা জাকাত দিলে জাকাত আদায় হবে কী?
Add Comment
জাকাত নগদ অর্থ দ্বারা আদায় করা উচিত। যেন জাকাত গ্রহণকারী তার প্রয়োজন অনুযায়ী তা ব্যয় করতে পারে। অবশ্য নতুন কাপড় এবং দরিদ্রের প্রয়োজনীয় আসবাবপত্র দ্বারাও জাকাত আদায় করা জায়েজ।
[ইলাউস সুনান ৯/৪৫; আল মুহিতুল বুরহানি ৩/২১৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; আল বাহরুর রায়েক ২/২০১]