নিফাস কাকে বলা হয়,নিফাসের সময় স্ত্রীসহবাস করা জায়িয আছে কি?
নিফাস কাকে বলা হয়,নিফাসের সময় স্ত্রীসহবাস করা জায়িয আছে কি?
Add Comment
সন্তান জন্মের পর মহিলাদের রেহেম থেকে যে রক্ত বের হয় তাকে নেফাস বলে। নেফাসের সর্বোচ্চ সময় ৪০ দিন। এ সময়ে সহবাস করা হারাম। কোরআনে এরশাদ হয়েছে- লোকেরা তোমার কাছে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞাসা করে, বলে দাও, এ অশুচি। কাজেই তোমরা ঋতুস্রাব অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। যতক্ষণ তারা পবিত্র হবে তাদের নিকটবর্তী হবে না। যখণ উত্তমরুপে পবিত্র হবে,তখন তাদের কাছে গমণ কর আল্লাহর নির্দেশিত পন্থায়। (সুরা বাকারা, আয়াত:২২২)