নেইলপলিশ দিলে নামাজ হয় না কেন?
নেইলপলিশ দিলে নামাজ হয় না কেন? কেননা হাদিসে বলা আছে যে এমনভাবে অজু করুন যেন শরীরের প্রতিটি লোমকূপের গোড়ায় পানি পৌঁছায়। নখে তো কোনো লোম নেই তাহলে নেইলপলিশ দিলে নামাজ হবে না কেন?
Add Comment
নামাজ পড়ার পূর্বশর্ত হচ্ছে অজু। অজু করার জন্য শরীরের যে যে অংশ পানি দিয়ে ধুতে হয় সে অংশগুলোতে পানি প্রবেশ না করলেই অজু সঠিকরূপে সমাপ্ত হয় না। শুধুমাত্র লোমকূপের গোড়াই নয়, অজু করার জন্য শরীরের উল্লেখিত অংশগুলোতে সম্পূর্ণরূপে পানির প্রলেপ না দিলে তা সম্পন্ন হয় না। নখে নেইলপলিশ দেয়া থাকলে তাতে পানির প্রলেপ দেয়া সম্ভব হয় না। এছাড়া নখ অতিরিক্ত বড় রাখলেও অজু সঠিকরূপে সম্পন্ন হয় না। কারণ তখন পানি প্রবেশে সমস্যা হওয়া ছাড়াও বিভিন্ন নাপাকি দ্রব্য নখে থেকে যাওয়ায় তা ভালভাবে পরিস্কার করা সম্ভব হয় না।