নেতিবাচক চিন্তার মানুষের স্বভাব কেমন হয়?
নেতিবাচক চিন্তার মানুষের স্বভাব কেমন হয়?
Add Comment
- ওরা সবকিছু নিয়ে বিরক্ত থাকে। সবই অসহ্য ওদের কাছে।
- সারাদিন দুশ্চিন্তা করে। আতঙ্কে থাকে…গেল গেল রব ।
- চট করে রাগান্বিত হয়।
- সবসময় হতাশার কাহিনী শোনায়।
- ” না”, ” হবে না “, ” ধুউউর আমার সব জানা আছে, ” সব শেষ”, ” ঠিক হচ্ছে না” , ” আগে সব ভালো ছিল” ইত্যাদি ওদের প্রিয় শব্দ।
- ওরা সন্দেহবাতিক ।
- উদ্বেগ আর আশংকা ওদের চিরসঙ্গী।
- কাউকে কোন কিছুতে শেষ পর্যন্ত উৎসাহ দেয় না।
- সব ব্যাপারে খুঁত খোঁজে।
- সামান্য কথাকে ঘুরিয়ে , বেঁকিয়ে জটিল করা ওদের একটা বৈশিষ্ট্য।
- ওরা অতিরিক্ত স্পর্শকাতর। নিজে মুখ ভরে অন্যের নিন্দে করবে কিন্তু নিজের নিন্দে সহ্য করবে না।
- কারো সাফল্যে দেখলে সাফল্যের পেছনে কার কালো হাত আছে খুঁজতে ব্যস্ত হয়।
- দিনরাত অযথা পরামর্শ দেয়।
- করুণার পাত্র হিসেবে নিজেকে জাহির করে।
- পৃথিবীর যতো খারাপ খবর প্রথম ওদের চোখেই পড়ে। খারাপ খবর ওদের চুম্বকের মতো টানে।