নোকিয়া কখন Androaid মোবাইল বাজারে আনবে?
নোকিয়া কখন Androaid মোবাইল বাজারে আনবে?
Add Comment
গত কয়েক বছর ধরে নকিয়া বাজারে তাদের নিজস্ব ব্র্যান্ডের এন্ড্রয়েড ছাড়ার জন্য কাজ করে যাচ্ছিল। সম্প্রতি নির্ভরযোগ্য এক সূত্রে জানা যায় যে চলতি বছরের শুরুত অর্থাৎ ২০১৪ সালেল শুরুর দিকে নকিয়া এন্ড্রয়েড চালিত স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। নকিয়া এন্ড্রয়েড ফোন যার কোড নেম “নরম্যান্ডি” দেখতে হবে অনেকটা উইন্ডোজ ফোন লুমিয়ার মত দেখতে। কিন্তু এতে কোন “ক্যাপেটিভ” বাটন থাকছে না।