পড়ায় মনোযোগ আনার উপায় কী?
পড়ায় মনোযোগ আনার উপায় কী?
Add Comment
- যখন পড়তে বসবেন তখন মোবাইলের প্রতি মনোযোগী হওয়া যাবেনা।
- পড়তে বসার আগে সকল প্রকার সামাজিক মাধ্যম থেকে লগআউট করে ফেলুন।
- প্রয়োজনে মোবাইল বন্ধ রাখুন।
- আপনার আশপাশ এবং পড়ার রুম পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন।
- নিজের লক্ষ্য সেট করে ফেলুন,না হলে পড়ালেখায় মনোযোগ বসবে না।
- পড়ালেখাকে অভ্যাসে পরিণত করুন।
- দীর্ঘক্ষণ পড়ার পর হালকা বিরতি নিন।চা অথবা কফি পান করুন অথবা নিজেকে কিছু সময়ের জন্য বিনোদিত করতে অন্য কোন কাজ করুন।
- পড়ার মাঝখানে বিরতি স্বরূপ কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করে আসতে পারেন।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনলাইন অ্যাডিকশন থেকে নিজেকে দূরে রাখতে হবে।