পবিত্র মেরাজ সর্ম্পকে জানতে চাই?

পবিত্র মেরাজ সর্ম্পকে জানতে চাই?

Add Comment
1 Answer(s)

    লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী , যা
    সচরাচর শবে মেরাজ হিসাবে আখ্যায়িত, ইসলাম
    ধর্মমতে যে রাতে ইসলামের নবী হযরত
    মুহাম্মদ (সা:) অলৌকিক উপায়ে উর্ধ্বাকাশে
    আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ
    করেন। মুসলমানরা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে
    এই রাতটি উদযাপন করেন। ইসলামে মেরাজের
    বিশেষ গুরুত্ব আছে, কেননা এই মেরাজের
    মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয়
    স্তম্ভ অর্থাৎ নামায মুসলমানদের জন্য
    অত্যাবশ্যক অর্থাৎ (ফরজ) নির্ধারণ করা হয়
    এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাযের বিধান
    নির্দিষ্ট করা হয়।
    ইসলামের ইতিহাস অনুযায়ী মুহাম্মদ (স.) এর
    নবুওয়াতের একাদশ বত্সরের (৬২০ খ্রিস্টাব্দে)
    রজব মাসের ২৬ তারিখের দিবাগত ইসলামের
    নবী মুহাম্মদ (সা.) প্রথমে কাবা শরীফ থেকে
    জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা
    মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি
    নবীদের জামায়াতে ইমামতি করেন। অত:পর
    তিনি বোরাক বিশেষ বাহনে আসীন হয়ে
    ঊর্ধ্বলোকে গমন করেন। ঊর্ধ্বাকাশে সিদরাতুল
    মুনতাহায় তিনি আল্লাহ’র সাক্ষাৎ লাভ করেন।
    এই সফরে ফেরেশতা হজরত জিবরাইল (আ.) তাঁর
    সফরসঙ্গী ছিলেন।সূত্রঃ উইকিপিডিয়া

    Professor Answered on May 17, 2015.
    Add Comment
  • RELATED QUESTIONS

  • POPULAR QUESTIONS

  • LATEST QUESTIONS

  • Your Answer

    By posting your answer, you agree to the privacy policy and terms of service.