পরিচিত একজন বড় ভাই আমাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছেন, ক্যারিয়ারের প্রয়োজনে তাকে এড়িয়েও চলতে পারছি না। এমতাবস্থায় আমার কী করা উচিত?
পরিচিত একজন বড় ভাই আমাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছেন, ক্যারিয়ারের প্রয়োজনে তাকে এড়িয়েও চলতে পারছি না। এমতাবস্থায় আমার কী করা উচিত?
এই ধরনের সমস্যায় প্রায় মেয়েরাই পড়ে থাকেন। পড়াশোনার সেক্টর থেকে শুরু করে কর্মক্ষেত্রেও এই ধরনের প্রেমের প্রস্তাব পেয়ে থাকেন তারা। যারা এই বিষয়গুলো খুব ভালোভাবে সামাল দিতে পারেন তারাই জীবনে সফল হতে পারেন। কিন্তু এমন অনেক নারীই আছেন যারা এই ধরনের অবস্থাকে কী করবেন ঠিক বুঝে উঠতে পারেন না। এক ধরনের বিপদেই পড়েন তারা। তাদের সামনে এগোবার পথ বাধাগ্রস্থ হয়।
আপনার সমস্যাটিও মনে এই সংক্রান্তই। আপনি বলছেন যে আপনার পরিচিত এক বড় ভাই আপনাকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছেন যাকে এড়িয়ে চলা মুশকিল কেননা এতে আপনার ক্যারিয়ারের প্রশ্নটি জড়িত। এমতাবস্থায় আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আসলে কী করবেন। এক্ষেত্রে আপনার জন্য কিছু পরামর্শ নিচে দেয়া হল।
– যতটা সম্ভব আপনার ক্যারিয়ার আগে। তাই এই ভেবেই নিজেকে সান্ত্বনা দিন যে পৃথিবীতে এই ধরনেরও কিছু অসুস্থ মানুষ বসবাস করেন যারা মেয়েদের থেকে বিভিন্ন সুযোগ নেয়ার আশায় বসে থাকেন। আপনার পরিচিত বড় ভাইটি এই ধরনের একজন মানুষ। তার কথাগুলোকে না শোনার ভান করে এড়িয়ে যান। প্রয়োজনে অন্য প্রসঙ্গ তুলে কথার মোড় ঘুরিয়ে দিন।
– পরিচিত বড় ভাটিকে বুঝিয়ে দিন যে তার এই ধরনের প্রস্তাবে আপনি বিরক্ত হচ্ছেন তবে তা অবশ্যই নম্রভাবে যেন এতে আপনার ক্যারিয়ারে কোনো ধরনের ক্ষতিকর প্রভাব না পড়ে।
– দুষ্টমির ছলে তাকে জানিয়ে দিন যে তার প্রেমের প্রস্তাবে আপনি মোটেও রাজি নন।
– প্রয়োজনে কোনো বন্ধুকে আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিন।
– এতকিছুর পরও যদি তিনি আপনাকে এই ধরনের প্রেমের প্রস্তাব দিতেই থাকে তাহলে ভেবেই নিন যে তার মতলব কোনোভাবেই সুবিধার না এবং সুদূর ভবিষ্যতেও সে আপনাকে নির্লজ্জের মত বিরক্ত করেই যাবে। এক্ষেত্রে সর্বশেষ আপনি যা করবেন তা হল ক্যারিয়ারের কথা চিন্তা না করে তার প্রেমের প্রস্তাবের বিপরীতে ঘোর প্রতিবাদ জানান এবং অন্য কোথাও আপনার ক্যারিয়ার সেটআপ করা চেষ্টা করুন। কারণ আর যাই হোক এই ধরনের অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে কাজ করা যায় না। ধন্যবাদ