পলিটেকনিকে সিএসই পড়ুয়া ছাত্র কি বিএসসি পড়ুয়া ছাত্রের সমান বেতন পাবে?
পলিটেকনিকে সিএসই পড়ুয়া ছাত্র কি বিএসসি পড়ুয়া ছাত্রের সমান বেতন পাবে?
সিএসএসি আসলে এমনই এক সাবজেক্ট যেটায় দক্ষতা খুবই জরুরী। বিভিন্ন জব সাইটে গেলে দেখতে পাবেন জব অনুযায়ী বিভিন্ন রকমের চাহিদা; কেউ বলছে তাদের কাছে ডিগ্রী অত প্রয়োজনীয় না, আবার কেউ ভালো ডিগ্রী চাইছেন। আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একজন বিএসসি ইঞ্জিনিয়ারদের মতো সহজ সুযোগ পাবেন না। এখনকার চাকুরীর বাজারে আসলে বিএসসি ইঞ্জিনিয়ারদের চাকুরি পাওয়াই কঠিন হচ্ছে। বিএসসি এবং সরকারী বিশ্ববিদ্যালয়কে আসলেই প্রাধান্য দেয়া হয়। ডিপ্লোমা করে বিএসসি করতে পারলে খুবই ভালো। এর সাথে কিছু প্রফেশন্যাল কোর্স, পাশাপাশি ভেণ্ডর সার্টিফিকেট থাকলে পথ আরো সুগম হবে। আর, বিএসসি হোক বা ডিপ্লোমা হোক যিনি দক্ষ, কাজ জানেন এবং সেটা সবার সামনে সুন্দরভাবে তুলে ধরতে পারেন (প্রতিযোগিতার বাজারে এটা অনেক গুরুত্বপূর্ণ ) এবং ইংরেজিতে ভালো তার কোথাওই জব্ পেতে বা জবে উন্নতি করতে সমস্যা হওয়ার কথা না।