পাঁচটি লাভজনক ব্যবসার ধারণা বলতে পারবেন কি?

    পাঁচটি লাভজনক ব্যবসার ধারণা বলতে পারবেন কি?

    Train Asked on March 18, 2025 in অনুসরণ.
    Add Comment
    1 Answer(s)

      ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটির জন্য, আসলে প্রত্যেকটা ব্যবসায়ী লাভজনক হতে হবে কারণ মুনাফা হচ্ছে ব্যবসার প্রধান এবং মুখ্য উদ্দেশ্য।

      আজকে সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন যেগুলো টিকে থাকতে পারছেনা তার সবথেকে এক নম্বর কারণ হচ্ছে তারা মুনাফা তৈরি করতে পারছেনা।

      আজকের এই পোস্টের মাধ্যমে আমি পাঁচটি লাভজনক ব্যবসার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব যেগুলো অন্যান্য ব্যবসার তুলনায় শুরু করা মোটামুটি সহজ এবং অনেক লাভজনক, যদি ভালো ব্যাবসায়িক অপারেশন দ্বারা পরিচালনা করা যায়।

      ১. ডিজিটাল কনটেন্ট এর বিজনেস:

      বর্তমান পৃথিবীর শীর্ষ দশটি ধনীর মধ্যে পাঁচটি ধনী আছেন যারা এই কনটেন্টের বিজনেস করছেন যেমন: ফেসবুক, গুগল, ইউটিউব।

      আপনি যে কোন বিষয় বস্তুর উপরে কনটেন্টের বিজনেস শুরু করে দিতে পারেন যেমন: শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পুষ্টি ইত্যাদি এগুলোর ভিতর আবার অসংখ্য ছোট ছোট বিষয়বস্তু আছে সেগুলো কে মূলত প্রকাশ করে ডিজিটাল কনটেন্ট এর বিজনেস শুরু করা যেতে পারে।

      ২. শিশুদের জন্য মোবাইল অ্যাপস এবং বিনোদন:

      অসাধারণ একটি বিজনেস আইডিয়া একটু পরিশ্রম করে লেগে থাকলেই এই ব্যবসায় খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করা যায়।

      ৩. পরামর্শকারী:

      একদম অল্প টাকায় বলতে গেলে বিনামূল্যে এই ব্যবসা শুরু করে দেওয়া যায়। বর্তমান সবথেকে জনপ্রিয় এবং মুনাফা সম্মৃদ্ধ ব্যবসার তালিকা গুলোর মধ্যে এটি অন্যতম।

      অর্থ, স্বাস্থ্য এবং আইন ও সম্পর্কের উপর আরো অসংখ্য ছোট ছোট হাজারখানেক বিষয়বস্তু আছে যেগুলোর উপরে পরামর্শকারী হিসেবে ছোট আকারে ব্যবসা শুরু করে দেওয়া যায় যা খুবই মুনাফা সমৃদ্ধ।

      ৪. মার্কেটিং কপিরাইটার:

      বিষয়টি একটু কষ্টসাধ্য হলেও এর ফল অনেক অনেক লাভজনক। পৃথিবীর সবথেকে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবার সেখানে যদি আপনি দেখেন তাহলে সবথেকে এক নাম্বার কাজের তালিকা মার্কেটিং অথবা সেলস কপি রাইটারদের তালিকা পাওয়া যাবে।

      এবং এই বিষয়ের উপরে ব্যবসা শুরু করার সবথেকে সহজ এবং অল্প টাকায় শুরু করা যাবে।

      ৫. একটি পরিষেবা হিসাবে সফ্টওয়্যার:

      এটির ইন্ডাস্ট্রি অবস্থান আস্তে আস্তে সূচনা হচ্ছে, আগামী দুই থেকে চার বছরের ভিতরে সবথেকে দ্রুতগতিতে এই ব্যবসাটি অনেক বড় পরিসরে সৃষ্টি হয়ে যাবে।

      বর্তমান বিশ্বের সবথেকে সেরা সেরা কয়েকটি কোম্পানির নাম হল Sales Force, ZOHO, Google Workspace, MARG ইত্যাদি।

      ব্যবসাটি শুরু করতে একটু পুঁজির দরকার হবে, তবে ভবিষ্যৎ হচ্ছে টেকনোলজি, আর টেকনোলজি সংক্রান্ত যেকোন ব্যবসা ভবিষ্যতে আপনাকে রাজত্ব করাতে সাহায্য করবে।

      শুধুমাত্র উপরের পাঁচটি ব্যবসায়ী নয়, আপনাকে যে কোন ব্যবসা শুরু করার জন্য ব্যবসার জন্য কিছু দক্ষতা শিখে এগোতে হবে কারণ বর্তমান পৃথিবীতে একটি নতুন ব্যবসা শুরু হয়ে গেলে সেটার কমপক্ষে হলেও অসংখ্য কপি অর্থাৎ কম্পিটিশন তৈরি হয়ে যায়।

      আর এই কম্পিটিশন খেলায় যার গতি সবথেকে বেশি থাকবে সে এগিয়ে থাকবে অর্থাৎ আপনার বিজনেস পরিচালনা করার দক্ষতা যদি সবথেকে ভালো থাকে তাহলে আপনি সব থেকে এগিয়ে থাকবেন এবং কম্পিটিশন আপনার কিছুই করতে পারবেনা।

      কেন বলছি কথাটা তার সবথেকে প্রধান কারণ হচ্ছে সনাতন পদ্ধতির ব্যবসা গুলো এখন আর চলছে না, সেগুলো হয়তো বা কিছুদিন আপনাকে কোন রকম বেঁচে থাকার জন্য সাহায্য করবে কিন্তু ভবিষ্যৎ আপনার তেমন একটি আরামদায়ক হবে না।

      বাস্তবসম্মত কনটেন্ট এবং শিক্ষনীয় কনটেন্ট নিয়মিত এই প্লাটফর্মে পাবলিশ করে যাব আর বিশেষ করে বিজনেস রিলেটেড কনটেন্টগুলো নিয়মিত আমি এই প্লাটফর্মে পাবলিশ করে যাব।

      আমার কনটেন্ট গুলো ভাল লাগলে আপনারা শেয়ার করবেন এবং একটি আপভোট দিয়ে আমাকে উৎসাহিত করুন যাতে আমি পরবর্তীতে আরো ভালো কনটেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি।

      পোষ্টের নিচে মন্তব্যর সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের আমি অবশ্যই আশা করি পোস্টগুলোর বিষয়বস্তু গুলো যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই সেখানে মন্তব্য করুন অথবা আমাকে মেনশন করুন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের এই বিষয় সর্ম্পকে অনেক আগ্রহ আছে।

      এবং আমি সিরিজ আকারে বিভিন্ন ধরনের পোস্ট বিষয়বস্তুর উপরে পার্ট বাই পার্ট তৈরি করব।

      ধন্যবাদ 🙏

      Professor Answered on March 18, 2025.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.