পানির তড়িৎ বিশ্লেষণ কি?
পানির মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা যায় না । যদি পানির মধ্যে তড়িৎ বিশ্লেষণ করতে চাই, তাহলে পানিতে হালকা পরিমাণ লবণ বা হালকা পরিমাণ এসিড যোগ করতে হবে ।এর ফলে পানিতে তড়িৎ বিশ্লেষণ করা যাবে ।
তড়িৎ বিশ্লেষণঃ
একটি কাঁচের গ্লাসে পানি এবং তাতে হালকা পরিমাণ লবণ মিশেয়ে নিন ।লবণ মিশানো হয়ে গেলে, এবার চামুচ বা ধাতব জাতীয় জিনিস দ্বারা তারের মধ্যে দুইটি চামুচকে আলাদা আলাদা ভাবে সংযোগ করে নিন।সংযোগ করার পর পানির গ্লাসে দুইটি চামুচ ভরে দিন।চামুচ দুইটি যেন আলাদা অবস্থায় থাকে।এরপর চামুচ দুটাই বিদ্যুৎ সংযোগ করে দিন।দেখবেন, চামুচ থেকে বুধ বুধ উঠবে।
Important Note :
পানির মধ্যে সরাসরি বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ দিতে যাবেন না,বিষয়টি খুবই বিপদজনক, যদি কাজটি বাড়িতে করতে চান, তাহলে ব্যটারি ব্যবহার করুন, পেন্সল বা ১.৫ ভোল্ট এর যে ব্যটারি গুলো আছে সেগুলো ।