পানি পান করে না এমন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চাই
পানি পান করে না এমন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে চাই
খনই পানি পান করে না এমন প্রাণী নেই। কোনো না কোনোভাবে প্রাণীর জীবন ধারনের জন্য পানির প্রয়োজন পড়েই। তবে পানি পান না করে প্রায় দশ বছর বেঁচে থাকতে পারে এমন একটি প্রাণীর নাম হলো ক্যাঙ্গারু র্যাট। এটি দেখতে ইঁদুরের মতো তবে আকৃতিতে ইঁদুরের চেয়ে বড়। ব্যাক লেগ দ্বারা এটি ৯ ফুট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। এটি মরু অঞ্চলের প্রাণী। এদের শারীরবৃত্তীয় গঠন প্রণালী এমনই যে তাদের বেঁচে থাকার জন্য অতি সামান্য পরিমাণ পানির দরকার হয়। ক্যাঙ্গারু র্যাট তা পেয়ে যায় মরু উদ্ভিদ ও তার মূল থেকে। উদ্ভিদের মূলে যে পরিমাণ পানি থাকে তাই ওদের বেঁচে থাকার পক্ষে যথেষ্ট! এছাড়া ক্যাঙ্গারু র্যাটের মূত্র উটের থেকে ঘন হয় বিধায় দেহে খুব কম পানির অপচয় হয়। এদের ঘামও হয় না। বাইরের পরিবেশের তাপমাত্রা বেশি হলে ক্যাঙ্গারু র্যাট গুহার ভিতরে কিংবা শীতল পরিবেশে বাস করে দেহের পানির অপচয় রোধ করে।