পায়ে হাত দিয়ে সালাম করা ইসলামে জায়েয আছে কি?
পায়ে হাত দিয়ে সালাম করা ইসলামে জায়েয আছে কি?
Add Comment
পায়ে ধরে কদম মুচি করার কোন শরয়ী বিধান নেই। চাই তা পিতা-মাতা বা অন্য যে কোন ব্যক্তির ক্ষেত্রে হোক। ইহা
ইসলামের নামে নব আবিস্কৃত বিদ’আত।
দেখুন, আমরা অনেক সময় সমাজে অনেক কিছু দেখি কিন্তু এর প্রতিবাদ করিনা। যার দরুন
আমাদের সমাজে এইসব অপকর্ম দিন দিন বেরেই চলছে। আর এই
সব কিছুর শুরু কিন্তু আমাদের ঘর থেকেই হয়।
আসুন! কদম মূচিকে পরিহার করে ইসলামকে বিদ’আত ও কুসংস্কার মুক্ত করি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমীন!