পারিবারিক দায়িত্ব নাকি স্বপ্ন পূরণ, কোনটিতে বেশি গুরুত্ব দিবো?
পারিবারিক দায়িত্ব নাকি স্বপ্ন পূরণ, কোনটিতে বেশি গুরুত্ব দিবো?
আপনার প্রশ্নের উত্তর দেয়ার আগে আমি একটা প্রশ্ন করি? কম বয়সে (ছেলেদের ১৮ বছরেরও কম এবং মেয়েদের ১৬ বছরেরও কম) বিয়ে করাটা কি কোনো বুদ্ধিমান মানুষের কাজ বলে আপনার মনে হয়? বিয়ের জন্য ছেলে এবং মেয়ের ন্যূনতম কিছু শারীরিক এবং মানসিক পরিপক্বতা প্রয়োজন। বিয়ে মানেই কেবল ভালবাসা বা একই ছাদের নিচে থাকা না, বিয়ে হচ্ছে একটা কমিটমেনট। সারা জীবন একে অপরের হাত ধরে পাশাপাশি চলার কমিটমেন্ট। একে অপরের দায়িত্ব নেয়ার কমিটমেন্ট। আপনি এখনি আপনার পরিবারের দায়িত্ব নেয়ার কথা ভাবতেই ভয় পাচ্ছেন, সেক্ষেত্রে কী করে বউ এর দায়িত্ব এই কম বয়সেই নিতে চাইছেন? আর এতো কম বয়সে তো আপনার লেখাপড়াই শেষ হয়ার কথা না, চাকরিই বা করবেন কী করে আর বউকে খাওয়াবেনই বা কি? বিদেশের শিক্ষা ব্যবস্থা ছেলেমেয়েদের অনেক কম বয়সেই স্বাবলম্বী হতে শেখায়, এ দেশে সেটা এখনও হয়নি, কম বয়সে বিয়ে দিয়ে উল্টো ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়, বিশেষ করে মেয়েদের, পড়াশোনা বাদ দিয়ে ঘরকন্না সামলাতে হয়। আপনি কী করে এতো বড় দায়িত্ব এই বয়সে নিতে চাছেন যেখানে বাবা মা এর দায়িত্ব নেয়ার কথা ভাবতে ভয় পাচ্ছেন? নাকি চাইছেন যে আপনার এবং আপনার বউ এর দায়িত্বও আপনার বাবা মাই নিক? কঠোরভাবে কথা বলার জন্য দুঃখিত, কিন্তু আপনার চিঠি পড়ে মনে হচ্ছে আপনার স্বপ্ন হচ্ছে বিয়ে করা, পড়াশোনা করে মানুষের জন্য কিছু করা বা নিজের পায়ে দাঁড়ানো না। গ্রো আপ, ভাইয়া। জীবনটা প্রেমের উপন্যাস না। পড়াশোনা করে আগে নিজের পায়ে দাঁড়ান। আর আরেকটা কথা, যে ছেলে বাবা মাকে “দায়িত্ব” মনে করে সে ছেলের বাবা মার জন্য আমার সত্যি দুঃখ হচ্ছে। শুভকামনা