পার্লারগুলোতে চুল কাটার জন্য এতগুলো করে টাকা রাখে কেন?
শুধু চুলের পিছনের আগা কাটতেই পার্লারগুলোতে রেখে এত্তগুলো টাকা আর তা যদি হয় কয়েকটি স্টাইলের চুলের কাট তাহলে তো কোনো কথাই নেই। দেশীয় পার্লারগুলোতে চুলের কাট দিতে এতগুলো টাকা রাখার কারণ আসলে কী, এতে তো তেমন কোনো পরিশ্রমও হয় না। জেনে নিন আসল রহস্য।
কারণ :
১. ভালো কয়েকটি চুলের কাট শিখতে গেলে করতে হয় একটি বিশাল কোর্স। আর এই কোর্সে ভর্তি হওয়ার মূল্য অনেক। ফলে যত টাকা খরচ হয়েছে তা তো উসুল করে নিতে হবে কাস্টমারের চুল কেটে। ফলে চুল কাটার এত দাম।
২. একটি পার্লারের প্রতি মাসের খরচ অনেক বেশি। যেমন ঘর ভাড়া, কারেন্টের বিল, কর্মচারীদের বিল, প্রয়োজনীয় উপাদান ইত্যাদি মিলিয়ে প্রায় অনেকগুলো টাকা প্রতি মাসে খরচ হয়। তাই কাস্টমারদের কাছ থেকে এই টাকা পুষিয়ে নেয়া হয়।
৩. এর সাথে সম্পৃক্ত থাকে দোকান লিজ নেয়া বা চুক্তবদ্ধ হওয়ার বিষয়টি।
৪. চুল কাটার বিভিন্ন যন্ত্রপাতি ও প্রসাধনীরও মূল্য নির্ধারণ করা হয়ে থাকে চুল কাটার দরদামে। ফলে চুল কাটার দামও কিছুটা বেশি রাখা হয়। ধন্যবাদ