পিঠের লাল ফুসকুড়ি থেকে মুক্তি পাবো কী করে?
পিঠের লাল ফুসকুড়ি থেকে মুক্তি পাবো কী করে?
Add Comment
পিঠের লাল ফুসকুড়ি ঠিক কি ধরণের তা না দেখে আসলে বলা যায় না যে আপনি কি ঔষধ ব্যবহার করবেন। লাল ফুসকুড়ি অনেক সময় রক্তনালীর জন্মগত কিছু রোগ থেকে হতে পারে। আবার ছত্রাকের আক্রমণেও হতে পারে। এ ধরণের ফুসকুড়ির পেছনে প্রায় ৩০ রকমের কারণ থাকে। তাই সবচেয়ে ভাল হয় আপনি কোন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান বা কোন হাসপাতালের চর্মরোগ বহির্বিভাগে যোগাযোগ করুন।