পিল খেলে কি পরবর্তীতে সন্তান হয় না?
পিল খেলে কি পরবর্তীতে সন্তান হয় না?
শারীরিক কোনো সমস্যা যদি না থাকে তাহলে পিল খেলে পরবর্তীতে সন্তান গ্রহণে তেমন কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে আপনার ধারণা ভুল, পিল খেলে ভবিষ্যতে সন্তান গ্রহণে কোনো সমস্যা হয় না। তবে পিল খেতে খেতে আপনার স্ত্রির পেটের মেদ যদি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও হতে পারে। তাই সত্যি কথা বলতে, গর্ভ নিরোধের একমাত্র সহজ উপায় হল কনডম ব্যবহার করা যার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। অন্যান্য যেকোনো পদ্ধতিরই পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। তাই কোনো দম্পতি আপাতত সন্তান না চাইলে শারীরিক মিলনের সময়ে কনডম ব্যবহার করাকেই উত্তম পন্থা হিসেবে গ্রহল করা উচিত। আপনি আপনার স্বামীও এই পন্থাটিই অবলম্বন করতে পারেন। এছাড়া গর্ভ নিরোধের অন্যান্য যেগুলো পন্থা রয়েছে সেগুলো অনেক সময় সাপেক্ষ এবং বেশ জটিল। তাই আপনার স্বামীকৈ উৎসাহিত করুন কনডম ব্যবহারে।