পুরুষের কান ছেদন করা কি ইসলামে হারাম?
পুরুষের কান ছেদন করা কি ইসলামে হারাম?
Add Comment
পুরুষের জন্য নাক-কান ছিদ্র করে অলংকার পরিধান করা সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয।
কেননা, তিরমিযী শরীফের এক
বর্ণনায় রয়েছে যে, রাসূলে আকরাম সাঃ পুরুষকে মহিলা সাদৃশ্য অবলম্বন করা ও মহিলাকে পুরুষের সাদৃশ্য অবলম্বন করার ব্যাপারে লা’নত করেছেন। তাই পুরুষদের জন্য এগুলো সম্পূর্ণরূপে পরিত্যাগ করা অপরিহার্য।