পুরোনো গাড়ি কিনতে হলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে?
পুরোনো গাড়ি কিনতে হলে কী কী বিষয় খেয়াল রাখতে হবে?
সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে কিছু ব্যাপার মাথায় রাখতে হবে।
প্রথমে একটি প্ল্যান করুন। কেন গাড়ি কিনবেন, বাজেট কত থাকবে এবং এই বাজেটে কী গাড়ি কিনবেন? এটা করা জরুরী। যে জন্য গাড়ি কিনতে যাচ্ছেন তা কি আপনার প্রয়োজন বা শখ মেটাবে কিনা তা বুঝে নিন। বাজেট ঠিক করে এবার মার্কেট রিসার্চ করে নিন বাজারে গাড়ির দাম কত। গাড়ির মডেল পছন্দের ক্ষেত্রে গাড়িটির খুচরা পার্টস সহজপ্রাপ্য কিনা সেটাও কনফার্ম হয়ে নিন।
গাড়ি দেখতে গিয়ে আগে গাড়ির বডি লক্ষ্য করুন। যদি গাড়িটি আগে কখনো অ্যাক্সিডেন্ট করে থাকে তবে গাড়ির বডিতে দাগ বা আঁচড় থাকতে পারে। সেগুলো খুঁজে বের করে বিক্রেতার সাথে এ’ব্যাপারে কথা বলুন। যদি সেটা মেরামত করার মত হয়ে তাকে তবে ক্ষতিপূরণের খরচ কে বহন করবে সেটাও ঠিক করে নিন।
এবার গাড়িতে বসে দেখুন। এসি চেক করুন। গাড়ি স্টার্ট দিন। ড্যাশ বোর্ডের দিকে তাকান। সব কিছু সাড়া দিচ্ছে কিনা দেখে নিন। ব্রেক চেপে পরীক্ষা করুন গাড়িটি ঠিক আছে কিনা। অনেক সময় গাড়ি দীর্ঘদিন বসিয়ে রাখলে ব্রেকে সমস্যা দেখা দেয়। এবার গাড়ি চালু রেখে ইঞ্জিনটি চেক করুন। অভিজ্ঞ একজন মেকানিককে দিয়ে ইঞ্জিন দেখিয়ে নিন।
গাড়ির বিক্রেতার কাছ থেকে ব্লু-বুকটি চেয়ে নিতে ভুলবেন না। পুরোনো গাড়ির জন্য ঝামেলা এড়াতে ব্লু-বুকে দেওয়া ছবির সাথে বিক্রেতার চেহারা মিলিয়ে নিন। এক্ষেত্রে বলে রাখা ভালো বিক্রেতা এবং ব্লু-বুকে দেওয়া ছবি যদি একই লোকের হয় তবে গাড়িটি কেনা নিরাপদ ধরে নেওয়া হয়। এছাড়াও BRTA অফিসে বা ওয়েবসাইটে গিয়ে গাড়ির ব্যাপারে খোঁজ নেওয়া যায়। এভাবে আপনি জেনে নিতে পারবেন গাড়িটির নামে কোন মামলা বা অভিযোগ আছে কিনা।
টেস্ট ড্রাইভে নিয়ে একবার চালিয়ে দেখতে পারেন গাড়িটি। গাড়ির সমস্যা বুঝার একটা উপায় হচ্ছে গাড়ির সাউন্ড চেক করা। গাড়িতে বসেই গাড়ির সাউন্ড শুনে বোঝা যায় কোথাও কোন সমস্যা আছে কিনা। আবার গাড়ি চালাতে গিয়ে ইঞ্জিন কাঁপছে কিনা তা দেখেও বুঝা যায় গাড়িতে কোন ফিজিক্যাল প্রবলেম আছে কিনা।
এবার গাড়ির ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে জেনে নিন তিনি গাড়ির সাথে কি কি এক্সেসারিজ দিতে রাজি হচ্ছেন। অনেক সময় গাড়ি বিক্রেতা গাড়ির খুচরা এক্সেসারিজগুলো যেমন সিডি প্লেয়ার, ওয়াইপার, সিট কাভার, জিপিএস রেখে দেন। অনেক সময় চাকা খুলে পুরোনো চাকা দিয়ে দেয়।
এসব বিষয়ে বিক্রেতার সাথে দরকষাকষি করে সিদ্ধান্ত নিন।