পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
Add Comment
আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণের দরুণ অভিলম্ব থেকে দূরে সরে যায়। আর আলো যখন ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে বিভেদতলে আপতিত হয় তখন প্রতিসরিত না হয়ে প্রথম মাধ্যমেই ফিরে আসাকেই পুর্ণ অভ্যান্তরীন প্রতিফলন বলে। মরীচিকা হচ্ছে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফল ।