পৃথিবীতে আর থাকতে ইচ্ছা করছে না, মরে যেতে ইচ্ছা করছে । কী করবো?
পৃথিবীতে আর থাকতে ইচ্ছা করছে না, মরে যেতে ইচ্ছা করছে । কী করবো?
মনে করুন আপনি মরে গেছেন। দেখুন পৃথিবী কি থেমে আছে? চলছে চলবেই। আপনি ত ৫০ বছর আগে একদমেই ছিলেন না , কোন নাম গন্ধও ছিল না তখন কি চলছিল না? এখন আপনি এসে কি এমন করলেন যে মরে যেতে হবে? সবসময় সত্য থাকবেন তাতে যা হবার হউক।
আপনারা বেচে আছেন মানুষের জন্য। কিন্তু এরা ত পরিবর্তন হয়, এরা ত স্বার্থপর, এদেরকে কেউই খুশি করতে পারেনি।
আল্লাহর জন্য বাচুন, আর আল্লাহর কথামত জীবন চালালে মানুষের জন্য বাচা হয়ে যায়। কারন আল্লাহর কোরানে মা বাবা সহ কাউকে বাদ দেয়া হয়নি।
আবার পরিস্থিতি অন্যরকম হলে পালিয়ে যান, সবাই জানুক মরে গেছেন। যে আল্লাহর জন্য পালায় তার থাকার জায়গার অভাব হয় না এই তথ্যটাও নির্ভুল সোর্স আল কোরআন থেকে।
পালিয়ে ছিল ইব্রাহিম (আ), পালিয়ে ছিল মুহাম্মদ (স), পালিয়েছে কোটি কোটি মানুষ, আর এখনো পালাচ্ছেই। true skill Muhammad Ibraheem নামের চ্যানেলে দেখবেন কত মানুষ পালিয়েছে শুধু আল্লাহর জন্য।