পৃথিবীতে কি জ্বীন বলে কিছু আছে?
পৃথিবীতে কি জ্বীন বলে কিছু আছে?
Add Comment
ইসলাম ধর্মের ব্যাখ্যায় জ্বীন বলতে এ ধরনের অশরীরী আত্মা রয়েছে যারা মূলত নূরের তৈরি। মহান আল্লাহ তাআলা যেমন মানুষ আর শয়তান সৃষ্টি করেছেন তেমনি জ্বীনও তৈরি করেছেন। মানুষের মত জ্বীনও ভালো এবং মন্দ দুই ধরনের হয়ে থাকে। ভালো জ্বীন মানুষের উপকার করে আর মন্দ জ্বীন মানুষেল ক্ষতি করে।
তবে বৈজ্ঞানিক ব্যাখ্যায় এখনও জ্বীনের অস্তিত্ব পাওয়া সম্ভব হয়নি।