পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কী?
পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কী?
পৃথিবীর সবচেয়ে দামি বস্তু অ্যান্টিম্যাটার। এটি কখনও বানানো যায় না অর্থাৎ পুরোটাই প্রাকৃতিক বা এক কথায় বলতে গেলে এটি বানানো অসম্ভব। বিজ্ঞানীদের গবেষণালব্ধ ফলাফল এবং চেষ্টার পর এটির মাত্র ৩০৯ টি আইটেম বানানো সম্ভব হয়েছে এখনও পর্যন্ত। এরপর থেকে অসংখ্য বার এটা নিয়ে আলোচনা বা গবেষণা করা হয়েছে তবে আমেরিকার অ্যাস্ট্রোনমিক্যাল বিশেষজ্ঞরা বলেছেন, আকাশের ঠান্ডার স্টর্ম মেঘের স্তরের উপরে এই বস্তুটি পাওয়া সম্ভব।
অ্যান্টি০ম্যাটার যদি কোনও পদার্থ বা ম্যাটারের সংস্পর্শে আসে তাহলে অনিবার্য হয়ে ওঠে ধ্বংস বা অ্যানিহিলেশন। এক লহমায়। প্রথম যে অ্যান্টি ম্যাটারটির সন্ধান পেলেন বিজ্ঞানীরা, সেটি আসলে অ্যান্টি হাইড্রোজেন পরমাণু। ২০ বছর ধরে নিরলস তন্নতন্ন তল্লাশির পর শেষ পর্যন্ত পাওয়া যায় এই ব্রহ্মান্ডের প্রথম কোনও অ্যান্টি ম্যাটারের। সুইৎজারল্যান্ডে জেনিভার অদূরে সার্ন-এর ভূগর্ভস্থ ‘আলফা’ গবেষণাগারে।