পেনড্রাইভ ফরমেট না হলে কি করব?
পেনড্রাইভ ফরমেট না হলে কি করব?
মাঝে মাঝে পেনড্রাইভ ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে। আর এজন্য ভাইরাসের কারণে বা ডেটা মুছে ফেলতে পেনড্রাইভ ফরম্যাট করার দরকার হয়। কিন্তু অনেক সময় দেখা যায় পেনড্রাইভটি ফরম্যাট হতে চায় না। এসময়ে ভিন্ন কিছু উপায়ে পেনড্রাইভটি ফরমেট করতে হয়।
যা যা করবেন :
– প্রথমে My computer এ গিয়ে right button click করতে হবে। তারপরে Manage এ ক্লিক করলে computer Management window আসবে।
– এবার Disk management এ ক্লিক করলে দেখা যাবে ড্রাইভগুলো শো করছে।
– এবার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে। তারপরে Format এ ক্লিক করতে হবে।
এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে।
– এক্ষেত্রে প্রথমে স্টার্ট বাটন থেকে রানে ক্লিক করতে হবে। তারপরে এখানে cmd লিখতে হবে।
– এবার কমান্ড প্রমপ্টের মধ্যে convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপতে হবে (এখানে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার লিখতে হবে)
– এবারে পেনড্রাইভ ফরম্যাট করতে হবে। ধন্যবাদ