পেসার লো হয়ে গেলে কি করণীয়?
পেসার লো হয়ে গেলে কি করণীয়?
Add Comment
পেসার লো হয়ে গেলে করণীয়
কফি:আপনি রোগীকে কফি কিংবা হট চকলেট দিতে পারেন এগুলো খুব দ্রুত পেসার বাড়িয়ে দেয় ।
লবণ:লবণও ব্লাড পেসার বাড়িয়ে দিতে সাহায্য করে । কিন্তু বেশি না দেওয়াই ভালো । সবচেয়ে ভালো হয় এক গ্লাস পানিতে দুই চা চামচ লবণ দেওয়া ।
পুদিনা পাতা:অনেক আগে থেকেই রক্তচাপ বাড়াতে পুদিনাপাতার ব্যবহার হয়ে আসছে । সবচেয়ে ভালো হয় পুদিনা পাতা বেটে সামান্য মধু মিশিয়ে রোগীকে খাওয়ানো ।
যষ্টিমধু:এটি রক্তচাপ বাড়াতে ও কমাতে সমানভাবে কার্যকরি । অথ্যাৎ এটি রক্তচাপকে স্বাভাবিক রাখে ।