প্যানিক ডিসঅর্ডারে কী শ্বাসকষ্ট বা নিশ্বাস নিতে কষ্ট হয়?

    প্যানিক ডিসঅর্ডারে কী শ্বাসকষ্ট বা নিশ্বাস নিতে কষ্ট হয়?

    Add Comment
    1 Answer(s)

      প্যানিক ডিসঅর্ডারে শ্বাসকষ্ট হয়। সাধারণত যখন  কোনো কারণ ছাড়া একজন মানুষ অস্বাভাবিক রকমের উদ্বিগ্ন হয়ে যায় তখন তাকে প্যানিক ডিস-অর্ডার বলা হয়। এটি মূলত স্নায়ুবিক সমস্যা।এটির সাথে হার্ট ডিজিজের একটি সাদৃশ্য আছে।   আপনার উচিৎ একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের  কাছে যাওয়া।  চিকিৎসার মাধ্যমে এটিকে নির্মুল করা সম্ভব। প্রাথমিকভাবে যা করবেন:

        • পুরোপুরিভাবে চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন।

       

        • মেডিটেশন করতে পারেন।

       

        • আপনি বুঝতে পারবেন যে আপনার প্যানিক ডিস অর্ডার হচ্ছে তাহলে গভীরভাবে শ্বাস  নিন।

       

        • অকারণ ভয় দূর করুন।

       

        • অতিরিক্ত ক্যাফেইন প্রোডাক্ট যেমন কফি, চা, কোলা ও চকলেট খাওয়া থেকে বিরত থাকুন।

       

      Professor Answered on July 22, 2019.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.