প্যারালাইসিস কি?
ব্রেন সারা শরীরে একটা নেট ওয়ার্ক বা জাল বিছায় স্পাইনাল কর্ডের মাধ্যমে। আর এই নেট ওয়ার্কটাই হলো স্নায়ু তন্ত্র। ধরা, ছোয়া, ব্যাথা, বেদনা, কোন অংগ কি কাজ করবে, এই সব কিছুর অনুভুতি স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেনে পৌছায়। স্পাইনাল কর্ড থেকে এক গুচ্ছ স্নায়ু শরীরের ডান অংশে জাল বিছায়েছে, ঠিক আরেক গুচ্ছ স্নায়ু শরীরের বাম অংশে জাল বিছায়েছে।এই জাল বিছানো স্নায়ুতন্ত্রের কোন অংশ যদি কোন ভাবে বিকল বা দুর্বলতা দেখা দেয়, তাহলে সেই অংশে অসাঢ় ভাব দেখা দেয়। আর এই অসাঢ় ভাবকেই প্যারালাইসিস বলে।