প্যারিটি বিট কি?
প্যারিটি বিট হচ্ছে একটি পদ্ধতি যার সাহায্যে আগত ডাটায় ভূল থাকলে তা ধরা পড়ে।
বিস্তারিতভাবে বলতে গেলে আপনার পিসি থেকে আমার পিসিতে একটি ফাইল পাঠানোর আগে ফাইলটিকে ০ ও ১ এর সিকোয়েন্সে পরিণত করা হবে। এবার সেই সিকোয়েন্স অনুসারে সিগনাল আমার পিসিতে আসবে, আমার পিসি সেটা ডিকোড করে মনিটরে প্রদর্শন করবে। ধরা যাক যখনই নির্দিষ্ট ‘v’ ভোল্টের সিগন্যাল আমার পিসিতে আসবে তখন পিসি সেটাকে ১ মনে করবে, এর থেকে কম-বেশী হলে ০ মনে করবে। প্যারিটি বিট নামক একটি পদ্ধতির সাহায্য আগত ডাটায় ভূল থাকলে তা ধরা পড়ে।