প্রকৃতপক্ষে স্মার্টনেস কাকে বলে?
প্রকৃতপক্ষে স্মার্টনেস কাকে বলে?
Add Comment
- স্মার্ট সে, যে সবসময় উপস্থিত বুদ্ধি রাখে। সমস্ত জটিল পরিস্থিতি হোক বা জটিল সমস্যা দুই ক্ষেত্রেই মাথা ঠাণ্ডা রেখে কাজ করে, সমস্তটা মিটমাট করে।
 - সময় কে অহেতুক নষ্ট না করে, কাজে ব্যবহার করে।
 - নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, মতামতের ব্যাপারে যথেষ্ট দক্ষ।
 - যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে।
 - নতুন কিছু শেখে ও বাকিদেরকেও নতুন কিছু শেখানোর প্রতি আগ্ৰহ থাকে।
 - মিতভাষী স্বভাবের হয়।
 - সবসময় নিজেকে ব্যস্ত রাখে ভাল কাজে, ভাল আলোচনায়।
 - যতোটা সম্ভব আশেপাশের মানুষের সাহায্য করার বা তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে।
 - লক্ষ্য একটাই রাখে পাখির চোখের মতো।
 - নিজের রুচিবোধ, ব্যবহার, আচার আচরণ সম্পর্কে যথেষ্ট সচেতন ও সজাগ থাকে।