প্রথম ভালোবাসার মানুষকে কেন ধরে রাখতে পারলেন না?
প্রথম ভালোবাসার মানুষকে কেন ধরে রাখতে পারলেন না?
ধরে রাখতে পারিনি তার অনেকগুলো কারন আছে…
১। আমার চেয়ে বয়সে মাত্র ২ বছরের ছোট ছিলো, কাজেই আমি যখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি তখন তার বিয়ের বয়সই নাকি পাড় হয়ে যাচ্ছিলো!!!
২। মোবাইল ফোন, আর ফেসবুকের জামানায় কাউকে নিজের মনের ভাব প্রকাশে আটকে রাখা সম্ভব না। তার প্রতি আমার যে অনুভূতি ছিলো তা আরো দশ জনেরও ছিলো। বেকার ছিলাম কিনা, প্রতিযোগিতায় টিকে থাকতে পারিনি।
৩। সে আমাকে ভালোবাসি বলেছিলো ঠিকই কিন্তু এমন কোন শর্ত আমাদের মাঝে ছিলো না যে সে আর অন্য কাউকে ভালোবাসি বলতে পারবে না। কাজেই সে একই সাথে আরো অনেককেই ভালোবাসি বলেছিলো।
৪। সর্বোপরি যখন এক আর্মি অফিসারের সাথে তার বিয়ে ঠিক হয়, তখন অনেক সাহসিকতার পরিচয় দিয়ে সে ক্যাপ্টেন সাহেবের সাথে দেখা করেছিলাম। তিনি আমাকে বুঝিয়ে দিয়েছিলান যে আমি আরও অনেকের মতোই একজন অপশন ছিলাম মাত্র।
আজ ঠিক ১২ বছর পর আমি যখন উপ-সচিব, তার স্বামী লেঃকর্নেল, আমরা একই জেলায় কর্মরত, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে স্বপরিবারে একত্রিত হওয়ার সুযোগ হয়েছে অনেক বার। দুরে দাড়িয়ে নিজ স্ত্রীর পাশে তাকে দাড়করিয়ে কম্পেয়ার করেছি অনেক বার, প্রতিবারই সেই ১২ বছর আগে তাকে ধরে রাখতে না পারার জন্য সৃষ্টিকর্তার প্রতি শ্রদ্ধায় মাথা অবনত হয়েছে।