প্রধানত কি কারনে মানুষের জীবন অসুখী হয়?
প্রধানত কি কারনে মানুষের জীবন অসুখী হয়?
Add Comment
অত্যাধিক আশা।
যেমন: আমার বউ কিংবা স্বামী আমাকে এইভাবে রাখবে।
আমার এত টাকা হলে ভালো হতো ইত্যাদি।
যা আছে তার মধ্যে নিজেকে যে মানিয়ে নিয়েছে সেই এক মাত্র সুখী নয়তো না।
কারণ মানুষ এর আখাঙ্কা কখনোই পূরণ করা যাবেনা । তাই যেটুকু পাচ্ছ তাতে সুখী থাকার চেষ্টা করো।
তবে আমার হিসেবে মানুষ social media এর জন্য বেশি দুঃখী । “লোক খাই এইটুকু দেখায় বেশি”
তাই public এর মনে হয় এরা কত সুখী। আমার এই নাই ওই নাই করে দুঃখী হয়ে কাঁদতে থাকে। আর fomo হয়ে টেনশন করে।