প্রাকৃতিক উপায়ে কীভাবে ঠোঁট গোলাপি করা যায়?
প্রাকৃতিক উপায়ে কীভাবে ঠোঁট গোলাপি করা যায়?
ঠোঁট বাহ্যিক সৌন্দর্যের জন্য অনন্য একটি অঙ্গ। কিন্তু বয়স বৃদ্ধি বা বিবিধ কারণে অনেকেই হারিয়ে ফেলেন ঠোঁটের গোলাপি রঙ। গোলাপি রঙ ফিরিয়ে আনার প্রাকৃতিক উপায় কী? আসুন কিছু টিপস জেনে নেয়া যাকঃ
-চিনি ব্যবহার করতে পারেন। চিনি প্রাকৃতিক এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করে ঠোঁটের রং হালকা করতে সাহায্য করে। দুই চামচ মাখনের সঙ্গে তিন চামচ চিনি মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে সপ্তাহে দুই থেকে তিনদিন ব্যবহারে ঠোঁটের রং গোলাপি হবে।
-দুধ এবং হলুদগুঁড়া মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। ঠোঁট ভিজিয়ে নিয়ে একটি নরম ব্রাশ দিয়ে ঠোঁট ঘষে নিন। এরপর সামান্য পেস্ট নিয়ে ঠোঁটে লাগিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। তারপর ঠোঁট ধুয়ে শুকিয়ে যাওয়ার পর লিপবাম লাগিয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন, গোলাপি ঠোঁট পাবেন।
-এক টুকরা লেবু নিয়মিত ঠোঁটে ঘষে নিলে ঠোঁট গোলাপি হবে। প্রতিরাতে ঘুমানোর আগে লেবুর রস মেখে ঘুমালে উপকার পাওয়া যাবে।
-গোলাপি ঠোঁটের জন্য ঘরোয়া উপায়েই তৈরি করা যায় লিপবাম। দুই চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে এক চামচ স্ট্রবেরি মিশিয়ে একটি লিপবাম তৈরি করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারে ঠোঁটের রঙ গোলাপি হবে।