প্রাতিষ্ঠানিক ডিগ্রি ব্যতীত কি সিএসইতে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব?
প্রাতিষ্ঠানিক ডিগ্রি ব্যতীত কি সিএসইতে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব?
প্রাতিষ্ঠানিক ডিগ্রীর একটি মূল্য বা মর্যাদা তো আছেই। সেটা তো আর অস্বীকার করার উপায় নেই। হাতে গোনা দু’য়েকটা প্রতিষ্ঠান বাদ দিলে সাধারণত প্রায় সব প্রতিষ্ঠানেই চাকুরির ক্ষেত্রে ন্যূনতম কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে। তাই আপনার বন্ধু বিশেষ প্রয়োজনে কিছুদিনের জন্য পড়াশুনা স্থগিত রেখে পরে পরিস্থিতি অনুকূলে আসলে আবার পড়াশুনা শুরু করতে পারেন। এটা হচ্ছে একটা উপায়। যদি তিনি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকেন সেক্ষেত্রে আর্থিক স্বচ্ছলতা থাকাটা একটি অনেক বড় ব্যাপার। এ ধরণের কোন সমস্যার জন্য যদি তার পড়াশুনায় ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে, তাহলে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ‘B.Sc.(Hon)-in-computer Science & Engineering (BCSE)’ এ ভর্তি হতে পারেন। এই কোর্সটি খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আর প্রাতিষ্ঠানিক ডিগ্রী ছাড়াও নিজের চেষ্টায় ভালো ক্যারিয়ার গড়া সম্ভব। কিন্তু এজন্য অনেক বেশি স্ট্রাগল করতে হবে। অবাক হলেও সত্য যে, টেক জায়েন্ট গুগলের অনেক টীমে ১৫-১৭% কর্মীর কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রী নেই। আপনার বন্ধুটি যদি প্রোগ্রামিং এ আগ্রহী হন তাহলে তিনি নিজে নিজে একজন ভালো প্রোগ্রামার হওয়ার চেষ্টা করতে পারেন। তখন তিনি Freelance programmer হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। বাংলাদেশে তরুণদের অনেক বড় একটা অংশ এখন আউটসোর্সিং এর মাধ্যমে নিজেরাও আয় করছে আবার আরো মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে। আবার তার আগ্রহ কম্পিউটার নেটওয়ার্কিং, নেটওয়ার্ক সিকিউরিটি এসবের দিকে থাকলে সেসব বিষয়ের উপরেও তিনি নিজে নিজে পড়াশুনা করতে পারেন। তিনি যদি সততা ও আন্তরিকতার সাথে পরিশ্রম করেন তাহলে একদিন তিনি সফলতার মুখ দেখবেনই। সেটা আগে হোক বা পরে। ধন্যবাদ।