প্রায়ই জ্বর-ঠোসা হয়, কী করতে পারি?
প্রায়ই জ্বর-ঠোসা হয়, কী করতে পারি?
Add Comment
আমরা যেটাকে জ্বর-ঠোসা বলি সেটা আসলে ভাইরাস ঘটিত ফোস্কা। এই ভাইরাস এর নাম হচ্ছে হারপিস সিমপ্লেক্স ভাইরাস। ভাইরাক্স মলম লাগাতে পারেন, একটু আরাম পাবেন। ফোস্কা কখনই ফাটাবেন না। এছাড়াও আপনার যেহেতু এলার্জিজনিত সর্দি রোগ আছে, এর জন্য রাতে একটা করে মনটিন ১০মি: গ্রা: ট্যাবলেট খেতে পারেন। ধুলো ধোঁয়া অতিরিক্ত ঠান্ডা , গরম এড়িয়ে চলবেন। মনে রাখতে হবে আপনার দুটো অসুখের কোনটাই পুরোপুরি সারে না।
সুলতানা পারভীন
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার
পাবনা সদর ,পাবনা।