প্রেগন্যান্সির সময় কি সহবাস করা ঠিক?
প্রেগন্যান্সির সময় কি সহবাস করা ঠিক?
গর্ভাবস্থায় সেক্স করা উচিত না উচিত নয় এ প্রশ্ন নিয়ে অনেকেই অনেক রকম কনফিউশনের মধ্যে থাকেন। প্রেগনেন্সির প্রথম ট্রাইমেস্টারে সেক্স না করাই ভালো।
এসময় যেহেতু ফেটাল অরগ্যান্সের ডেভেলপমেন্ট হয় তাই জোরে ধাক্কা অ্যাভয়েড করা উচিত। এর থেকে মিসক্যারেজও হতে পারে।
প্রথম ট্রাইমেস্টারের মতই প্রেগনেন্সির শেষ মাসেও সেক্স না করাই ভালো। আনপ্রোটকেটড সেক্সের থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে এসময় । প্রি ম্যাচিওর লেবারের রিস্ক বেড়ে যায়।
প্রেগনেন্সির সময় মিলিত হলেও বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ, আম্লিওটিক ফ্লুয়িডের মধ্যে বাচ্চা থাকে। কিন্তু জোরে ধাক্কা বা বেশি নড়াচড়া হলে মায়ের সমস্যা হতে পারে।
এসময় মহিলারা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন। কারণ, ভ্যাজাইনাল ড্রাইনেস এসময় বেড়ে যায়। আবার অনেকের হরমোনের চেঞ্জের জন্য ইচিংও হতে পারে।
প্রেগন্যান্সির প্রথম ও শেষ সময়টুকু বাদ দিয়ে মাঝের মাসগুলোতে সাবধানতা অবলম্বন করে যদি সহবাস করা যায়, তাতে কোন অসুবিধা হয় না। কিন্তু পেটে যেন চাপ না পড়ে। সেক্স করার সময় সামান্যতম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করতে হবে।