প্রেমিকার থেকে কিভাবে সময় বাচিয়ে পড়াশোনা করবো?
প্রেমিকার থেকে কিভাবে সময় বাচিয়ে পড়াশোনা করবো?
Add Comment
প্রেমিকা মানে তো এই নয় যে প্রেমিকার পেছনে সারাদিন আঠার মতো লেগে থাকতে হবে।যাইহোক প্রশ্নের উত্তরে আসি।
- প্রেমিকার সাথে নিয়ম তান্ত্রিক যোগাযোগ বজায় রাখুন।
- অযথা সারাদিন চ্যাট এবং লুতুপুতু আলাপ করার প্রয়োজন নেই।
- প্রেমিকার জন্য প্রতিদিন নির্দিষ্ট একটি টাইম বরাদ্দ রাখুন।
- সেটা হতে পারে রাত বারোটার পর।এই সময়ই প্রেমিকাকে কিছু টাইম দিতে পারেন।(যদি প্রেমিকা সম্মত থাকে)।প্রয়োজনে একে অপরকে উপভোগ্য করতে বিনোদনের আয়োজন রাখতে পারেন।
- প্রেমিকাকে বোঝান যে সময় নষ্ট না করে আপনাদেরকে আরও বেশি প্রডাক্টিভ হতে হবে।
- যদি চাহিদার ঘাটতি থাকে,তাহলে দ্রুত পূরণ করুন।তারপরও অতিরিক্ত সময় নষ্ট করবেন না।
- অতিরিক্ত আবেগায়িত হওয়া যাবে না।
- প্রেমিকার সাথে চুক্তিবদ্ধ হোন।কখন কীভাবে কি করবেন,তা জানান।