প্রেমে ছেলেরা বেশি ধোঁকা দেয় না মেয়েরা? এবং কেন?
প্রেমে ছেলেরা বেশি ধোঁকা দেয় না মেয়েরা? এবং কেন?
আপনার প্রশ্নটা প্রেম নিয়ে নয় বরং ধোঁকা নিয়ে। আচ্ছা ধোঁকা কী? আপনি কি জানেন আমরা সকালেই আত্মপক্ষ সর্ব্বোচ্চ সমর্থিত হবে এমন সংজ্ঞা চুজ করি সবসময়? তো আজ আপনি আইফোন ১৫ প্রো ম্যাক্স কেনার পরও তিনবছর পর সেটিকে পুরোনো মনে হবে। ফিচারগুলো ওল্ডিশ লাগবে। তাই তখন আবার ১৮ প্রো ম্যাক্স কিনবেন। ঠিক তেমনিই আপনি যা ধোঁকা বলছেন সেটা টেকনিক্যালি ধোঁকা নয়। প্রয়োজনের সাথে চাহিদার পরিবর্তন। জাস্ট লাইক সফটওয়্যার আপডেটের মতন। দুজন কাপল যতক্ষণ অবধি সামহাউ ফিল করে যে তার বিপরীতজন তার জীবনে ভ্যালু অ্যাড করছে কিংবা ভ্যালু অ্যাড না করুক, সমস্যা করছেনা ঠিক ততদিনই সম্পর্ক টিকে থাকে। আর মনে রাখবেন সম্পর্ক কাউকে না কাউকে তো ভাঙতেই হতো। ঠিক সেসময়ই অপরজন ধোঁকা ফিল করে। তাই আমার মতে ভ্যালু বাড়ানো জরুরি। আর মনে রাখবেন, নিজে ধোঁকা দিলে কখনো ধোঁকা দিয়েছেন বলে মনেই হয়না। সামহাউ আত্মপক্ষ সমর্থনের জন্যে একটি না একটি যুক্তি পেয়েই যাবেন।