প্রেমে পড়ার লক্ষণগুলি কী কী?
প্রেমে পড়ার লক্ষণগুলি কী কী?
Add Comment
- হঠাৎ নিজের ভেতরে হাসি-খুশি ভাব তৈরি হবে।
- মনে হবে যেন আপনি চিল মুডে আছেন।
- আপনার আকাশে- বাতাসে শুধু গান বাজবে।
- হঠাৎ অতি সক্রিয় এবং উপভোগ্য হয়ে উঠবেন।
- মনের মধ্যে এক ধরনের কবি-কবি ভাব জাগ্রত হবে।
- হঠাৎ আউলা-ঝাউলা,পাগলপ্রায় ও উদাসীন হয়ে যাবেন।
- অন্যের প্রতি অমনোযোগী হয়ে উঠবেন।
- নিজের প্রতি এক ধরনের উদাসীনতা এবং খামখেয়ালীপনা তৈরি হবে।
- বিভিন্ন বিষয়ে নিজের মধ্যে চুলকানি জাগ্রত হবে।
- মাঝে মাঝে মন চাইবে সবকিছু ভেঙে চুরমার করে ফেলি।
- এলোমেলো এবং অস্বাভাবিক আচরণ করবেন।
- আবেগে অনেক কথাই বলবেন;কিন্তু একটা ভালো এবং ফ্রেশ ঘুম দেয়ার পরে সিদ্ধান্ত বদল করতেও ভুল করবেন না।
- কখনো কখনো মনে হবে অস্থির এবং বিপ্লবী আচরণ করছেন।
- মাঝে মাঝে আবেগে অনেক কিছু লিখে দিবেন,বলে ফেলবেন।পরে আবার সেই সব ডিলিট করে ফেলবেন।