প্রেমে পড়ার লক্ষণগুলি কী কী?

    Train Asked on October 24, 2023 in ভালোবাসা.
    Add Comment
    1 Answer(s)
      1. আপনি আপনার জগৎ তার সাথে শেয়ার করতে চান।
      2. যাকে ভালোবাসেন সে আপনার চিন্তাভাবনায় প্রতিদিনে ১ বার হলেও আসবে।
      3. “সে-ও কি আমায় ভালোবাসে?” একথা জানার জন্য আপনি একেবারে মরিয়া হয়ে ওঠেন।
      4. কিনিকাল সাইকোলজিস্ট ও থেরাপিস্ট কেলিফার্ন পোমেরাঞ্জ বলেছেন ” একজন মানুষ যখন ভালোবাসার রসে ডুবে থাকে তখন তার শরীর কেমিক্যাল ককটেইন উৎপন্ন করে যার মধ্যে আছে — ডোপামিন, নোরাড্রেনালাইন, টেস্টোস্টেরন, সেরোটোনিন। এই কেমিক্যালগুলো আপনার চিত্তকে সবসময় পুলকিত, আনন্দিত, কালারফুল, বৈচিত্র্যময়, চঞ্চল, যৌবন্য, সেক্সের প্রতি গভীর আকৃষ্ট করে তোলে । “
      5. সে আপনার চিন্তার খোঁড়াক হয়।
      6. তার সাথে চোখাচোখি হলে আপনার বুক ধরফর করা শুরু করে।
      7. সে আপনার আকাঙ্ক্ষার যৌন দাসী হয়ে ওঠে।
      8. আপনি নিজের রূপ-সৌন্দর্য নিয়ে সচেতন হয়ে গেছেন। সত্যি করে বলেন তো গতকাল আপনি কতবার আয়নায় নিজেকে দেখেছেন? কমেন্টে জানাবেন।
      9. তার গুণগুলো, কথা বলার ভাব-ভঙ্গি আপনি নিজের অজান্তেই আয়ত্ত করতে শুরু করে দিয়েছেন।
      10. আপনি নিজেকে নতুন করে চিনতে শুরু করবেন।
      11. নিজের চক্ষের সামনে হাজারো সুন্দরী যুবতী দেখলেও তারা আপনার বক্ষে বিরাজ করবে না।
      12. ভালোবাসার আকর্ষণ পৃথিবীর সব জায়গায় অনুভব করতে পারবেন।
      13. বেখেয়ালি, উদাসীন হয়ে গেছেন।
      14. পড়াশোনায় দুর্বল হয়ে গেছেন কারণ আপনি তো পড়ার টেবিলে শুধু তাকেই পড়েন।
      15. তার সমস্যা নিয়ে আপনার মাথা ঘামানো।
      16. আপনার বন্ধুরা ইতিমধ্যে আপনার হাবভাব লক্ষ্য করে ফেলেছে।
      17. গেইম বাদ দিয়ে গান-বাজনা ভালো লাগা শুরু হয়েছে।
      18. তার সঙ্গে নিজের ভবিষ্যৎ কল্পনা করতে শুরু করেছেন।
      19. আপনার মধ্যে কবিত্বময় ভাব বিরাজ করবে।
      20. আপনি নিজেকে তার পছন্দমতো সাজাবেন।
      21. আপনি ইন্ট্রোভাট হলেও ওর জাদুময় ভালোবাসা আপনাকে সবার সাথে মিশতে সুযোগ করে দিবে।
      Professor Answered on October 24, 2023.
      Add Comment
    • RELATED QUESTIONS

    • POPULAR QUESTIONS

    • LATEST QUESTIONS

    • Your Answer

      By posting your answer, you agree to the privacy policy and terms of service.