প্রেম আসলে কী?
প্রেম হলো necessary evil। প্রয়োজনীয় ক্ষতি।
সবার মধ্যে খামতি আছে। প্রাক্টিকেল মানুষ তাহলে বিয়েই করত না।
বাচ্চাও পয়দা করতো না।
তাই প্রেম অন্ধ। যার প্রেম এ পরবেন সে রোগা,মোটা,লম্বা, খাটো যে রকমই হোক,
প্রেমিকের চোখে সে ই পারফেক্ট।
তার জন্য মশার কামড় খেয়ে গাছের নিচে বসে থাকা যায়, বাবা র মাইর খাওয়া যায়, শীতের সকালে উঠা যায় একবার দেখার জন্য।
সব আবেগই প্রয়োজনীয়, সীমা অতিক্রম করার আগে পর্যন্ত।
তবে প্রিথিবীর, জীবনের তিব্রতা অনুভব করার জন্য প্রেম করা ছাড়া উপায় নাই।
বাবা, মা, ভাই বোনদের জন্য যতই ভালোবাসা থাকুক না কেনো জৈবিক প্রেমের কাছে তা সয়লাবের সামনে খড়কুটোর মত।
হিরোইঞ্চির দরকার হিরোইন। প্রেমিকের দরকার প্রেম। দুইটাই কড়া নেশা।
সবচেয়ে সুবোধ ছেলেটাও ঘুমের অষুধ খেলো প্রেম এর জন্য।
মাথা কাজ করলে কি আর খেতো?
এর জন্য বিয়ের পরে এই ফিলিংস কমে যায়। বিবর্তন এর কাজ প্রেম কে সেক্স পর্যন্ত নিয়ে যাওয়া।
এর পরে “coolidge effect”.
ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এতো আয়োজন,
আগামি মিছিলে এসো।।।।
ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি।।।
লাল শাড়িটি তোমার পড়ে এসো।।